পে-স্কেলে বৈষম্য দূর ও স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন দেশের ৩৭টি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
বৃহস্পতিবার নিজ নিজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে মানববন্ধনের পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন শিক্ষকরা।
এদিকে, জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে প্রেসক্লাবের সামনে মানবন্ধনের আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি। এসময় তারা শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও সরকারি বেসরকারি শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণের দাবি জানান।
এদিকে, একই দাবিতে কর্মবিরতি পালন করেছে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ক্যাম্পাসের হাদী চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদে স্বতন্ত্র বেতন কাঠামো ঘোষণাসহ ৪ দফা দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকা কর্মসূচীর অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন শিক্ষকরা।
এছাড়া কর্মবরিতি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যায়লের শিক্ষকরা।
অষ্টম জাতীয় বেতন কাঠামো প্রস্তাবের পর থেকে কয়েকটি বিষয়ে আপত্তি তুলে আন্দোলন করে আসছেন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
গত সোমবার তাদের কর্মসূচির মধ্যেই মন্ত্রিসভা অষ্টম বেতন কাঠামো অনুমোদন করে।