শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) রেজিস্ট্রারের সঙ্গে দেখা করে বিশ্ববিদ্যালয়ের ৩৭টি প্রশাসনিক পদ থেকে পদত্যাগকারী শিক্ষকরা পদত্যাগপত্র গ্রহণের আহবান জানিয়েছেন। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে দেখা করে এ অনুরোধ জানান তারা।
এ সময় তারা পদত্যাগ পত্রগুলো গ্রহণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সময় বেধে দিয়েছেন বলেও জানান।
এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, উপাচার্য চাইলেই পদত্যাগ পত্রগুলো গ্রহণ করা হবে।
গত ১২ এপ্রিল থেকে উপাচার্য বিরোধী আন্দোলন শুরু হলে দুর্নীতি, অযোগ্যতা ও অসদারচনের অভিযোগে অভিযুক্ত উপাচার্যের অধীনে দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ৩৭টি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালসহ ৩৫ জন শিক্ষক। এর মধ্য থেকে ৮টি পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।