শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালের দিকে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এ ঘোষণা করে তারা।
এদিকে, ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও উপাচার্যের পদত্যাগের দাবিতে তৃতীয় দিনের প্রতীকী অনশন করেছেন আন্দোলনরত শিক্ষকরা। পরে অনশন শেষে রোববার পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেন তারা।
অধ্যাপক ড. জাফর ইকবাল বলেন, সাধারণ শিক্ষার্থীদের ডেকে আনা হয়নি। তারা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে এসেছে। যারা ছাত্রলীগকে ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
আর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি জানিয়েছেন, বিষয়টি নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার কথা বলা হলেও তারা এ ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি।
এর আগে সকাল ৯টা থেকে ক্যাম্পাসে উপাচার্য ভবনের সামনে প্রতীকী অনশন শুরু করেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ আন্দোলনরত শিক্ষকরা। অনশন শেষে রোববার পূর্ণদিবস কর্মবিরতীর ঘোষনা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। তবে বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিকভাবে সব ক্লাশ ও পরীক্ষা চলছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচিতে বাধা দিয়ে তাদের ওপর হামলা চালায় উপাচার্য সর্মথীত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ড. জাফর ইকবালসহ বেশ ক'জন শিক্ষক লাঞ্ছনার শিকার হন।