শিক্ষক লাঞ্চনার ঘটনায় ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করেছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রক্টরিয়াল বডি। এদিকে, কেন স্থায়ীভাবে বহিস্কার করা হবে না এই বিষয়ে তাদেরকে শোকজ করেছে প্রশাসন।
এছাড়াও এ হামলায় জড়িত থাকার অভিযোগে সোমবার রাতে বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ, অঞ্জন রায় এবং যুগ্ম-সম্পাদক সাজিদুল ইসলাম সবুজকে সাময়িক বহিস্কার ও শোকজ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
এদিকে শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ৩ দিনের কর্মসূচির প্রথমদিন ক্যাম্পাসে প্রতিবাদ র্যা লি ও সমাবেশ করেছেন মহান স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকরা। পরে উপাচার্য ভবনের সামনে সমাবেশ করেন তারা।
এ সময় বৃহস্পতিবারের মধ্যে উপাচার্যের পদত্যাগের দাবি জানিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষকরা। তবে বিশ্ববিদ্যালয়ে যথারীতি ক্লাশ ও পরীক্ষা চলছে। বুধবারও শিক্ষকরা আধাবেলা কর্মবিরতি, র্যা লি ও প্রতিবাদ সমাবেশ করবেন বলে জানিয়েছেন।
ছাত্রলীগের ওই হামলায় জাফর ইকবালসহ অন্যান্য অধ্যাপকের উপর হামলার ঘটনায় ক্ষুদ্ধ সাধারণ শিক্ষার্থীরা।
এদিকে, শিক্ষক লাঞ্চিতের ঘটনায় ড. মুহাম্মদ জাফর ইকবাল বিশ্ববিদ্যালয় ছেড়ে যাবেন বলে জানিয়েছেন সমাবেশে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত করেননি তিনি।
আর হামলার নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আমিনুল হক ভূইয়া বলেন, আন্দোলনকারীরা উপাচার্য্যকে অপসারণের দাবি থেকে সরে এসেছেন।
পদত্যাগী শিক্ষকদের কাজে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূইয়ার পদত্যাগের দাবিতে পাঁচ মাস ধরে আন্দোলন করছেন শিক্ষকদের একাংশ।