সিলেটে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষদের ওপর হামলার প্রতিবাদে সোমবার ৩ ঘণ্টার কর্মবিরতি ও সমাবেশের ডাক দিয়েছে শিক্ষকরা।
রোববার সকালে উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া প্রক্টরিয়াল বডির সদস্যদের নিয়ে জরুরি কাউন্সিল করতে ক্যাম্পাসে প্রবেশের সময় শিক্ষকরা বাধা দিলে এ হামলা চালানো হয়। এরপরই শিক্ষকরা এ কর্মসূচির ঘোষণা দেন।
হামলায় শিক্ষাবিদ ও লেখক ড. জাফর ইকবালসহ কয়েকজন শিক্ষক আহত হন। এ সময় ড. ইয়াসমিন হক ও ড. ইউনুসসহ বেশ কয়েকজন শিক্ষককে লাঞ্চিত করে এ সব শিক্ষার্থীরা।
শিক্ষকদের অভিযোগ, হামলাকারীরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতাকর্মী।
হামলার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারি প্রক্টর, ও পুলিশ উপস্থিত থাকলেও তারা নিস্ক্রিয় ভূমিকা পালন করেছে বলে অভিযোগ করেন নির্যাতনের শিকার শিক্ষকবৃন্দ।