প্রস্তাবিত অষ্টম বেতন কাঠামোতে বৈষম্য দূর করতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ৩৭টি বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি, অবস্থান ধর্মঘট ও স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। এ সময় ক্লাশ-পরীক্ষা বর্জনসহ কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা এ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় কর্মসূচিতে শিক্ষক নেতারা বলেন, শিক্ষকদের পদমর্যাদা সপ্তম বেতন কাঠামো থেকে সচিবদের চেয়ে আরো ২/৩ ধাপ নিচে নামিয়ে দেয়া হয়েছে।
বেতন কাঠামোতেও বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ করে এসব বৈষম্য দুর না করে অষ্টম বেতন স্কেল পাস করা হলে ক্লাস-পরীক্ষা বর্জনসহ আরও কঠোর কর্মসূচির ডাক দেয়া হবে বলে ঘোষণা দেন শিক্ষক নেতারা।
এদিকে, একই দাবিতে দেশের ৩৭টি সরকারি বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: