বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত সাড়ে ৭% ভ্যাট বহাল থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
শুক্রবার সিলেটের বাগবাড়ি সরকারি শিশু সদনে বঙ্গবন্ধুর ৪০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ শেষে সাংবাদিকদের তিন এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট কোন ভাবেই কমানো যাবে না।
দেশের সার্বিক পরিস্থিতি সর্ম্পকে এ সময় মন্ত্রী আরও বলেন, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এসব বিচ্ছিন্ন ঘটনা দিয়ে পুরো দেশের অবস্থা বিচার করা যায় না বলেও মন্তব্য করেন মুহিত।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: