প্রথমবারের মতো ভোটের মাধ্যমে শ্রেণি প্রতিনিধি নির্বাচন করলো মাধ্যমিকের শিক্ষার্থী—এর মধ্যদিয়ে স্কুল জীবন থেকেই সহনশীলতা ও অন্যের মতামতের প্রতি শিক্ষার্থীরা সহনশীল হবে বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শনিবার সকালে মিরপুরের একটি বিদ্যালয়ে নির্বাচন দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
বিদ্যালয়ের এ নির্বাচন দেখে বিশ্ববিদ্যালয়গুলো নৈতিক চাপে পড়বে— উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এ নির্বাচন বিশ্ববিদ্যালয়গুলোর জন্য শিক্ষণীয়, নিজস্ব আইন থাকা সত্ত্বেও নানা প্রতিকূলতার কারণে বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রসংসদ নির্বাচন দেয়ার সাহস করে না।
এদিকে, সকাল থেকে একসঙ্গে দেশের এক হাজারেরও বেশি বিদ্যালয়ে ভোট অনুষ্ঠিত হয়, চলে বেলা ১টা পর্যন্ত।
শিক্ষার্থীদের মধ্য থেকেই বাছাই করা প্রধান নির্বাচন কমিশনার, পোলিং কর্মকর্তাদের সামনে ‘স্টুডেন্ট ক্যাবিনেট’ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দেশের ১ হাজার ৪৩টি বিদ্যালয় অংশ নেয়।