জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হবে আগামী ১ নভেম্বর মাসে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এ দুই পরীক্ষার প্রস্তুতি নিয়ে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভায় এ কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষামন্ত্রী বলেন, এ পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে হয়, যাতে প্রশ্নপত্র ফাঁস হতে না পারে, সে জন্য কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে। কঠোর পদক্ষেপের কারণে এখন প্রশ্নপত্র ফাঁসের ঘটনা বন্ধ হয়েছে।
কিছু শিক্ষক আছেন যারা শিক্ষক নামের কলঙ্ক— তারা পরীক্ষা শুরুর আগে আগে মুঠোফোনের মাধ্যমে প্রশ্ন বাইরে বলে দেন উল্লেখ করে মন্ত্রী বলেন, এজন্য এর আগে কয়েকজন শিক্ষককে গ্রেপ্তারও করা হয়েছে।
এবার আগেই এ ধরনের শিক্ষকদের চিহ্নিত করে কঠোর পদক্ষেপ নেয়া হবে নাহিদ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: