দেশে বিজ্ঞান চর্চার প্রসারে অন্যতম পথিকৃত ও বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী ড. এ আর খান আর নেই। বাংলাদেশ সময় সোমবার ভোর পাঁচটার দিকে লন্ডনের সেইন্ট মেরি হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
১৯৩২ সালে ঢাকার বিক্রমপুরে জন্ম হয় বিশিষ্ট এই জ্যোতির্বিজ্ঞানীর। ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কর্মজীবন শুরু হয়।
১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার বাসভবনের গ্যারেজে প্রতিষ্ঠা করেন অনুসন্ধিৎসুচক্র বিজ্ঞান সংগঠন। তিনি গড়ে তোলেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। বাংলাদেশের হিরণ পয়েন্ট ও পঞ্চগড় থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ পর্যবেক্ষণ দলের নেতৃত্ব দেন তিনি।
দেশে বিজ্ঞান চর্চা ও বিশেষ করে জ্যোতির্বিজ্ঞান চর্চার প্রসারে আমৃত্যু কাজ করে গেছেন ড. এ আর খান।