যৌন নির্যাতনের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে রংপুর নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
রোববার দুপুর ১২টা থেকে শিক্ষার্থীরা ক্লাশ বর্জন ক'রে এবং অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে। পরে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করে।
এসময় তারা যৌন নির্যাতনকারীদের গ্রেপ্তার ও হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। কয়েকদিন আগে নার্সিং কলেজের মেয়েদের হোস্টেলের টয়লেটের ভেন্টিলেটর ভেঙ্গে এক দুর্বৃত্ত সেখানে ঢুকে এক শিক্ষার্থীর ওপর যৌন নির্যাতন করে বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি লিখিতভাবে কলেজের অধ্যক্ষকে জানানো হলেও কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: