শিক্ষা

বর্ষবরণে যৌন হয়রানি: জাবির ৫ শিক্ষার্থী বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বর্ষবরণের দিন যৌন হয়রানির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্ষদ সিন্ডিকেটের আয়োজিত সভায় তাদের চিরতরে বহিষ্কারের সিদ্ধান্ত হয় বলে নিবন্ধক আবু বকর সিদ্দিক জানিয়েছেন।

বহিষ্কৃতরা হলেন : বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্য জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের ৪২তম ব্যাচের ছাত্র নিশাত ইমতিয়াজ, সালাম-বরকত হল ছাত্রলীগের প্রচার সম্পাদক ও রসায়ন বিভাগের ৪২তম ব্যাচের ছাত্র নাফিস ইমতিয়াজ, ছাত্রলীগকর্মী নৃবিজ্ঞান বিভাগের ছাত্র আব্দুর রহমান ইফতি, ভূগোল ও পরিবেশ বিভাগের রাকিব এবং নৃবিজ্ঞান বিভাগের নুরুল কবির।

গত ১৪ এপ্রিল বর্ষবরণ উৎসবের দিন বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী এলাকায় একদল ছাত্রলীগ কর্মী যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ করেন এক ছাত্রী।

নির্যাতিত ওই ছাত্রী বলেন, পহেলা বৈশাখে বোটানিক্যাল গার্ডেনে বিভাগের অনুষ্ঠান শেষে সন্ধ্যায় তিনি ও তার এক সহপাঠী হলের দিকে যাওয়ার সময় তাদের ওপর হামলা হয়।

পরে এ ঘটনায় ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও উপাচার্যের কাছে লিখিত অভিযোগ করেন। পরে অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলে হস্তান্তর করা হয়। ওই ঘটনায় অভিযোগ দায়েরের পরে গত ১৭ এপ্রিল বিশ্ববিদ্যালয় থেকে আট ছাত্রকে এবং পরে ছাত্রলীগ থেকে পাঁচজনকে সাময়িক বহিষ্কার করা হয়।

এদিকে, যৌন নিপীড়নে জড়িতদের বিচার দাবি করে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনে নামে সাধারণ শিক্ষার্থীরা। ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ মিছিল, মশাল মিছিল, প্রশাসনিক ভবন ঘেরাওসহ নানা কর্মসূচি পালন করে আসছিলেন তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ