প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতনকাঠামো প্রত্যাখ্যান করে তা পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়-ঢাবি শিক্ষক সমিতি। আগামী ২৪ মে প্রতিবাদ কর্মসূচি পালন করবে সমিতি।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বেতনকাঠামো প্রত্যাখ্যান ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম মাকসুদ কামাল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ফরাসউদ্দিন কমিশন বেতন কাঠামোয় শিক্ষকদের ন্যায্য অধিকার ক্ষুণ্ণ করার মতো প্রস্তাব রেখেছেন। সচিব কমিটি আরও একধাপ অগ্রসর হয়ে নিজেদের সুবিধা নিশ্চিত করার মাধ্যমে অন্যদের জন্য বৈষম্যের ব্যবস্থা করেছে।
সপ্তম জাতীয় বেতন কাঠামোতে শিক্ষকদের যে অবস্থান ছিল, প্রস্তাবিত বেতনকাঠামোয় তা দুই ধাপ নামিয়ে আনা হয়েছে—এ কথা উল্লেখ করে মাকসুদ কামাল বলেন, এটা শুধু ন্যায়সঙ্গত অধিকারই ক্ষুণ্ণ করেনি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য তা অত্যন্ত অবমাননাকরও।
সাধারণ সম্পাদক আরো বলেন, কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয় যতদিন স্বাবলম্বী না হবে, ততদিন স্বতন্ত্র বেতন স্কেল করা যুক্তিযুক্ত হবে না। কমিশনের এই কথার প্রতিবাদ জানায় শিক্ষক সমিতি।
দরিদ্র অভিভাবকদের মেধাবী সন্তানেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে উল্লেখ করে মাকসুদ কামাল প্রশ্ন তোলেন, কমিশন কি এই শিক্ষার্থীদের পড়ালেখা বন্ধ করে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে? স্বাবলম্বী হওয়ার নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মতো ঊচ্চ বেতন ধার্য করে এসব দরিদ্র মেধাবীর শিক্ষাজীবন রুদ্ধ করতে চাচ্ছে?
সচিবেরা নিজেরা নিজেদের সুযোগ-সুবিধার প্রস্তাব করে সবার কাছে বেতনকাঠামোর গ্রহণযোগ্যতা নষ্ট করছেন – তাই এই বেতনকাঠামো তাদের কাছে মোটেও গ্রহণযোগ্য নয় বলে জানান তিনি।
প্রস্তাবিত বেতনকাঠামো প্রত্যাখ্যান করে আগামী ২৪ মে বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিবাদসভা ও মানববন্ধন পালন করবে শিক্ষক সমিতি।