শিক্ষা

উপাচার্যের পদ শূন্য: প্রশাসনিক-শিক্ষা কার্যক্রম বন্ধ বাকৃবিতে

 বাকৃবি
বাকৃবি

একমাসেরও বেশি সময় ধরে উপাচার্য পদ শূন্য থাকায় প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে-বাকৃবি।

উপাচার্যের স্বাক্ষরের অভাবে বন্ধ রয়েছে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা, পরীক্ষার ফল ও অফিসিয়াল সব কাজ। নিয়োগ ও বেতন ভাতা দেয়ার দাবিতে মাঠে নেমেছে কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের একাংশের আন্দোলনের মুখে অসুস্থতার কারণ দেখিয়ে গত ৭ এপ্রিল পদত্যাগ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রফিকুল হক। সেই থেকে বিশ্ববিদ্যালয়ে পদটি শূন্য রয়েছে।

এরআগেই বিভিন্ন প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন ৫৬ জন শিক্ষক। নতুন কোনো উপাচার্য নিয়োগ না দেয়ায় অচলাবস্থা দেখা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে। স্বাক্ষর ছাড়া বেতন না পাওয়ায় বিক্ষুব্ধ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা বলে জানান মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এনামুল হক।

গত সপ্তাহের মঙ্গলবার থেকে বেতন ভাতা আদায়ের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করে তারা।

নিয়োগ ও বেতন ভাতা না দেয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা।

উপাচার্যের স্বাক্ষর পেলেই বেতন ভাতা পরিশোধ করা হবে— নিয়োগ না হওয়ায় এমন সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার মো. সারওয়ায়র জাহান।

দ্রুত উপাচার্য নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা কাটিয়ে উঠতে সরকার প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষক –শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ