টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) কর্তৃপক্ষের জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে গেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যেই শিক্ষার্থীরা হল ছেড়ে চলে যায়। হঠাৎ করে হল ত্যাগের নির্দেশ দেয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।
এর আগে বুধবার বিকাল ৩টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ নেতা মোশারফ হোসেন নিহত হন।
এ ঘটনায় আহতদের মধ্যে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: