জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক রাকিব আহমেদকে শারীরিকভাবে লাঞ্চনাকারী পুলিশ সার্জেন্টকে চাকুরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন ও মৌনমিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থীরা।
সোমবার সকালে বিশ্ববিদ্যালযের শিক্ষক সমিতির উদ্যোগে শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় বক্তরা অভিযুক্ত পুলিশ সার্জেন্ট ইমরানকে চাকুরি থেকে অপসারণের দাবি জানান। মানববন্ধন শেষে শহীদ মিনার প্রাঙ্গন থেকে একটি মৌনমিছিল বের হয়ে প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়।
এর আগে, শনিবার রাতে রাকিব আহমেদ বিমানবন্দর স্টেশনে যাওয়ার সময় ট্রাফিক সিগনাল অমান্য করেছেন দাবি করে পুলিশ তার গতিরোধ করে। এ সময় সার্জেন্ট তার গাড়ির কাগজপত্র জব্দ করে। এক পর্যায়ে তাকে লাঞ্ছিত করে পুলিশ বক্সে আটকে রাখা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: