অবশেষে বহু প্রতীক্ষিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্ম বার্ষিকীতে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন তিনি।
এ উপলক্ষে আনন্দে ভাসছে পুরো শাহজাদপুর। আগামী শিক্ষাবর্ষ থেকেই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে বলে আশা করছেন এলাকাবাসী।
প্রধানমন্ত্রীর আগমন ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষে রবীন্দ্রজন্মজয়ন্তী উদযাপনে তিনদিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কাছারিবাড়িতে আয়োজন করা হয়েছে তিনদিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা।
সিরাজগঞ্জের পুরো শাহজাদপুর উপজেলাতেই রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত নানা নিদর্শন। এখানকার কাছারিবাড়িতে বসেই বিসর্জন, পোস্টমাস্টার, ছিন্নপত্র, ছুটি, সামাপ্তিসহ বিভিন্ন সাহিত্য রচনা করেছেন রবিঠাকুর। লিখেছেন বহু গান।