জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরিবেশ বিজ্ঞান বিভাগকে ভূ-তাত্ত্বিক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভবনে স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে চতূর্থ দিনের (সোমবার) মতো অনশন পালন করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
শুক্রবার থেকে আমরণ এ অনশন শুরু হওয়ায় ইতোমধ্যেই এক শিক্ষকসহ ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
এদের মধ্যে বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম দেশ টিভিকে বলেন, বিশ্ববিদ্যালয়ে ভবনে স্থান সংকুলান না হওয়ায় এ ব্যবস্থা নেয়া হয়েছে।
গত ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়ে পরিবেশ বিজ্ঞান বিভাগকে ভূ-তাত্বিক বিজ্ঞান এবং ইলেকট্রনিক্স ও কম্পিউটার বিজ্ঞান ভবনের ৩য় তলায় ক্লাস পরিচালনার জন্য বরাদ্দ দেয় প্রশাসন। এর প্রতিবাদে এ দুই বিভাগের ২৫ জন শিক্ষক পদত্যাগ করে এবং শুক্রবার থেকে শিক্ষক শিক্ষার্থীরা আমরণ অনশন পালন করছেন।