নবনির্মিত বিজ্ঞান ভবনে বরাদ্দের জটিলতা নিয়েজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীরা অনশন অব্যাহত রেখেছেন।
রোববার সাংবাদিকদের শিক্ষার্থীরা জানান, এর আগে গত শুক্রবার ভবন জটিলতার কারণে শিক্ষার উপযুক্ত পরিবেশ দিতে না পারায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক পদত্যাগের ঘোষণা দেন।
শিক্ষকদের ক্লাসে ফিরিয়ে আনাসহ অন্যান্য সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এ কর্মসূচিতে অংশ নেন তারা।
দাবি পূরণ না হলে গণঅনশনে যাওয়া হবে বলেও এসময় ঘোষণা দেন শিক্ষার্থীরা।
এদিকে দুপুরে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহা অনশনরত শিক্ষার্থীদের দেখতে বিজ্ঞান ভবনে যান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: