দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এইচএসটিইউ) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হওয়ার ঘটনায় অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
সোমবার রাতে কোতয়ালী থানার এসআই আব্দুর নূর বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
এদিকে, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রক্টর এটিমএম শফিকুল ইসলাম বাদী হয়ে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২০ থেকে ২৫ জনকে আসামি করে থানায় অভিযোগপত্র দিলেও এতে ত্রুটি থাকার কারণে নথিভূক্ত হয়নি।
গত বৃহস্পতিবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের নবীন বরণ অনুষ্ঠানে ছাত্র লীগের দু'গ্রুপের সংঘর্ষে ২ জন মারা যান।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: