উপাচার্যের খারাপ আচরণের স্বীকার হয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৩৫ জন শিক্ষক প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।
সোমবার সকালে বিভিন্ন বিভাগের শিক্ষকরা মোট ৩৭টি প্রশাসনিক পদ থেকে পদত্যাগপত্র জমা দেন বিশ্ববিদ্যালয় রজিষ্টারের কাছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও পদত্যাগকারী শিক্ষক সূত্রে জানা গেছে, ওই ৩৫ জন শিক্ষক মোট ৩৭টি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর, পাঁচটি আবাসিক হলের প্রভোস্ট, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, একটি ইনস্টিটিউটের পরিচালকও রয়েছেন।
পদত্যাগ শিক্ষকরা বলেন, তারা অসম্মানিত হয়ে কোনো পদের দায়িত্ব চালিয়ে যেতে পারবেন না বলেই এই পদত্যাগের সিদ্ধান্ত নেন।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আমিনুল হক ভূঁইয়া এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ সকল কার্যক্রম স্বাভাবিক রাখতে পদ্যত্যাগকারী শিক্ষকদের আবারো স্ব স্ব পদে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন।