সাদ হত্যার বিচারের দাবিতে মঙ্গলবার সকাল থেকে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে শিক্ষার্থীরা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নেয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা।
ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ে সকল ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।
গত ১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী ও আশরাফুল হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ ইবনে মমতাজ হত্যার পর থেকে বিচারের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।
এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য ২৮ এপ্রিল পর্যন্ত সময় বেধে দেয় শিক্ষার্থীরা। তবে বেধে দেয়া সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে তারা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: