যানজট নিরসন ও দুর্ঘটনা রোধে আগামী মে মাস থেকে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার রাজধানীর ধানমণ্ডির গভর্মেন্ট বয়েজ হাইস্কুলে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থার আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মাদকের ভয়াবহতা নিয়ে শিক্ষার্থীদের সচেতন করতেই এ সভার আয়োজন করা হয়।
এ সময় শিক্ষার্থীদের সবধরনের নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা থেকে বিরত থাকার পরামর্শ দেন মন্ত্রী।
মাদক এবং দুর্নীতিমুক্ত থেকে নতুন প্রজন্মের কাছে নিজেদের আদর্শ হিসেবে তুলে ধরতে রাজনীতিবিদদের প্রতিও আহ্বান জানান যোগাযোগমন্ত্রী।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: