দেশের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রায় ১১ মাস পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে।
শনিবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে দুই ট্রাক চাল ভারত থেকে দেশে প্রবেশের মধ্য দিয়ে আমদানি শুরু হয়। দুটি ট্রাকে ৭৪ টন চাল আমদানি করা হয়েছে। নওগাঁর একে ট্রেডিং নামের এক আমদানিকারক এসব চল আমদানি করেছেন।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত বছরের ৩১ আগস্ট চাল আমদানিতে ৬২ দশমিক ৫ ভাগ শুল্ক আরোপ করায় ভারত থেকে চাল আমদানি করা বন্ধ হয়ে যায়। সম্প্রতি দেশের বাজারে মূল্য নিয়ন্ত্রণে রাখতে চাল আমদানিতে শুল্ক কমিয়ে ২৫ ভাগ করা হয়। এর ফলে দীর্ঘ ১১ মাস পর শনিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হলো।
চাল আমদানি শুরু হওয়ার ফলে সরকারের রাজস্ব যেমন বাড়বে, তেমনি বন্দর কর্তৃপক্ষেরও আয় বাড়বে বলে জানান এই কর্মকর্তা।