টানা বৃদ্ধির পর অবেশেষে কিছুটা কমেছে ডলারের দাম। বুধবার আন্তঃব্যাংক লেনদেনে প্রতি ডলারে ৫০ পয়সা কমে দর নেমেছে ৯১ টাকা ৫০ পয়সায়।
এর আগে গত মঙ্গলবার ৫ পয়সা ও সোমবার ২ টাকা ৫ পয়সা বেড়ে ডলারের দর উঠেছিল ৯২ টাকা। এক্ষেত্রে শুধু গত এক মাসে দর বেড়েছে ৫ টাকা ৫৫ পয়সা। আর চলতি অর্থবছরে বেড়েছিল ৭ টাকা ২০ পয়সা।
কেন্দ্রীয় ব্যাংক বুধবার (৮ জুন) ৯১ টাকা ৫০ পয়সা দরে কয়েকটি ব্যাংকের কাছে ১২ কোটি ৯০ লাখ ডলার বিক্রি করেছে। মঙ্গলবার ৯২ টাকা দরে একই পরিমাণের ডলার বিক্রি করা হয়। সব মিলিয়ে চলতি অর্থবছর বিভিন্ন ব্যাংকের কাছে ৬৭৪ কোটি ১০ লাখ ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, ডলারের দর কমা-বাড়ার বিষয়টি বাজারের উপর নির্ভর করে। বুধবার আন্তঃব্যাংকে এ দরে বিক্রি হওয়ায় কেন্দ্রীয় ব্যাংকও এমন দরে বিক্রি করেছে।