আগামী অর্থবছরে বিশ্বের জিডিপি প্রবৃদ্ধি কমলেও বাংলাদেশ ‘ভালো অবস্থানে’ থাকবে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক।
মঙ্গলবার (৭ জুন) বিশ্ব ব্যাংকের সবশেষ ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস’ প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০২২-২৩ অর্থবছরে এর পরিমাণ হতে পারে ৬ দশমিক ৭ শতাংশ।
একই সঙ্গে বিদায়ী ২০২১-২২ অর্থবছরে ৬ দশমিক ৪ শতাংশ বাড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অর্থাৎ, ২০২১-২২ অর্থবছরের জন্য বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস অপরিবর্তিত রেখেছে বিশ্ব ব্যাংক। তবে আগামী অর্থবছরের জন্য তা সামান্য কমিয়ে আনা হয়েছে। গত জানুয়ারির পূর্বাভাসে ২০২২-২৩ অর্থবছরে ৬ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল বিশ্ব ব্যাংক।
এবারের প্রতিবেদনে পুরো বিশ্বের প্রবৃদ্ধির পূর্বাভাস এক ধাক্কায় কমিয়ে আনা হয়েছে প্রায় এক তৃতীয়াংশ। বিশ্ব ব্যাংক এখন বলছে, ২০২১-২২ অর্থবছরে বিশ্বের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ২ দশমিক ৯ শতাংশ।
বিশ্বব্যাংকের মতে, বিদায়ী অর্থবছরের তুলনায় আগামী অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি খানিকটা বাড়বে। দেশে বিনিয়োগ পরিস্থিতির উন্নতি এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ তেলসমৃদ্ধ আরব দেশগুলোর অর্থনীতি চাঙ্গা হওয়ায় সেখান থেকে রেমিট্যান্স আসা বেড়ে যাওয়াই এর কারণ বলে মনে করছে বিশ্বব্যাংক।