দেশের বাজারে মার্কিন ডলারের দামে অস্থিরতা চলছে। খোলা বাজারে ডলারের দাম মঙ্গলবার(১৭ মে) ১০০ টাকা ছাড়িয়ে যায়। রাজধানীর ব্যাংক পাড়া মতিঝিল ছাড়াও পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় খোঁজ নিয়ে এ অস্থিরতার চিত্র পাওয়া গেছে। এক্সচেঞ্জ (মুদ্রা বিনিময়) হাউজগুলোয় খুচরা ডলার ১০০ টাকা থেকে ১০২ টাকায় বিক্রি হয়। একদিন আগেও দর ছিল ৯৬- ৯৮ টাকা।
দেশটিভি/পিএসডি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: