আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রফতানিসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।
হারুন উর রশিদ জানান, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ (২১ ফেব্রুয়ারি) সোমবার সকাল থেকে ভারতের সঙ্গে সব প্রকার আমদানি-রফতানি বন্ধ রয়েছে। এছাড়াও বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে এই স্থলবন্দরের সব কার্যক্রম পুনরায় শুরু হবে।
দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: