কুড়িগ্রামের চিলমারী নৌ-বন্দর দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি পণ্য নিয়ে একটি নৌযান ভারতের উদ্দেশে যাত্রা শুরু করেছে।
নৌ-বন্দরের কাঁচকোল নৌ-পয়েন্ট থেকে সোমবার দুপুর ১টায় ‘সান আবিদ-১’ নামের নৌযানটি ভারতের ধুবড়ির নৌবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে। এ যাত্রায় ২৭ মেট্রিক টন ঝুট নিয়ে যায়।
বন্দর রাজস্ব কর্মকর্তা তাপস কুমার সাহা বলেন, “প্রথম দফায় পরীক্ষামূলকভাবে রপ্তানি কার্যকম শুরু করতে পারায় খুশি আমরা। আসামের সাথে নৌ-পথে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় ভবিষ্যতে রড-সিমেন্টসহ বিভিন্ন পণ্য আমদানি-রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।”
প্রসঙ্গত: কুড়িগ্রামের চিলমারী নৌবন্দরটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর এই প্রথম পণ্য রপ্তানি শুরু হলো।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: