অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থানের সবচেয়ে বেশি অবদান রাখছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। কিন্তু অর্থনৈতিক থেকে সবচেয়ে পিছিয়ে এখান। ক্ষুদ্র শিল্পের উন্নয়নে জামানত ছাড়াই ঋণ প্রকল্প চালু করতে হবে।
সকালের সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছে ঢাকা চেম্বার। সংগঠনের সভাপতি বলেন, অনেক উদ্যোক্তার পক্ষে জামানতে ঋণ নেয়ার সক্ষমতা নাম। এখাতের জন্য প্রণোদনা প্যাকেজ ঘোষণা করলেও, তা বাস্তবায়ন করতে পারেনি সরকার।
অর্থায়নের সংকট মেটাতে এসএমই বন্ড চালুর পরামর্শ দেন তিনি। ঢাকা চেম্বারের সভাপতি বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাওয়ার পর রপ্তানিতে নতুন প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে বাংলাদেশকে। তাই এখন থেকে অর্থনৈতিক কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে।
রপ্তানি বাড়াতে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ ওপর জোর দেওয়ার পরামর্শ। এছাড়া রপ্তানি পণ্য ও রফতানিবাজার এর বৈচিত্র আনার কথাও বলেন ডিসিসিআই সভাপতি। বিদেশি বিনিয়োগ আকর্ষণে কর্পোরেট কর হার কমিয়ে আনার দাবি জানান তিনি। বলেন প্রতিবেশী যেকোনো দেশের তুলনায় আমাদের করের হার বেশি এটি না কমালে বিদেশি বিনিয়োগকারীরা আসবে না। এছাড়া দক্ষতা উন্নয়নের জোর দিতে হবে বলে মনে করেন তিনি।