সোমবার থেকে বন্ধ থাকার পর সচল হয়েছে বেনাপল-পেট্টাপল স্থলবন্দর। বাংলাদেশ ও ভারতের মধ্যে সবচেয়ে বেশি পণ্য পরিবহণ এ বন্দর দিয়ে। ভারতের পেট্রাপোল বন্দর ও সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ভারতীয় ট্রাকচালকদের হয়রানির প্রতিবাদে সোমবার (৩১ জানুয়ারি) থেকে আমদানি বন্ধ করে দেয় পেট্রাপোল বন্দর ব্যবহারকারীরা।
কয়েক দফা প্রশাসনের সঙ্গে আলোচনার পর বৃহস্পতিবার রাতেই সিদ্ধান্ত হয় শনিবার থেকে আমদানি-রফতানি কার্যক্রম চালু করার। বন্দরের কার্যক্রম চালু হওয়ায় কর্মচাঞ্চল্য বেড়েছে উভয় উভয় দেশের বন্দরে।
ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, বন্দর ও বিএসএফের হয়রানির কারণে আমাদের বিভিন্ন সংগঠনের আন্দোলনের ফলে গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা ৪ দিন বন্ধ থাকে বন্দরের সকল কার্যক্রম। পরে ফলপ্রসু আলোচনা শেষে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল হয়।
ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি বেনাপল স্থলবন্দর কর্তৃপক্ষকে অভিহিত করা হয়েছে বলেও জানান তিনি।