সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় সিরিয়ালের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে আজও চলছে প্রতিবাদী কর্মবিরতি। টানা দ্বিতীয় দিনের মতো চলা এ কর্মসূচী শুরু হয়েছে শনিবার।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টসের অ্যাসোসিয়েশনের আহবায়ক এজাজ আহমেদ স্বপন জানান, কর্মসূচি শুরু হয়েছে শনিবার দুই ঘন্টা কর্ম বিরতি ও মানববন্ধন কর্মসূচির মধ্যদিয়ে। এ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে স্থানীয় ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশন ও শ্রমিক সংগঠন।
দেশটিভি/এসকেএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: