শিক্ষিত তরুণদের মাঝে ব্যাপক সারা ফেলেছে বিজনেজ প্রসেসিং আউটসোর্সিং (বিপিও) সামিট— স্পটেই মিলছে চাকরির সুযোগ। নিজেকে কাজের উপযোগি করতে পাওয়া যাচ্ছে ৩ মাসের প্রশিক্ষণেরও সুযোগ। সামিটের বিভিন্ন সেমিনার থেকে তরুণদের মাঝে তুলে ধরা হয়েছে, আউটসোর্সিং ও ফ্রি ল্যান্সিংয়ে আয়ের বিভিন্ন পন্থাও।
দেশের ২০ টি আউটসোর্সিং ও কলসেন্টার প্রতিষ্ঠান এই বিপিও সামিট অংশ নিয়েছে নিজেদের সেবা সাধারণের মাঝে তুলে ধরতে। পাশাপাশি তারা সিভি জমা নিচ্ছে, এই সামিট থেকে নিজেদের পছন্দমত দক্ষ কর্মী নিয়োগের জন্য।
তাদের এই উদ্যোগে সারাও মিলেছে ব্যাপক। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস বা যারা এখনো পড়াশুনা করছেন, এমন সব প্রার্থী এসেছেন সিভি জমা দিতে, পার্ট টাইম-ফুলটাইম চাকরির আশায়।
অন দ্যা স্পট নিয়োগ। সিভি দেওয়ার পর পরই হচ্ছে মৌখিক পরীক্ষা। প্রয়োজনীয় দক্ষতা থাকলে সঙ্গে সঙ্গেই মিলছে চাকরির সুযোগ। তবে তা ৯ থেকে ১১ হাজার টাকার মধ্যে।
প্রয়োজনীয় দক্ষতা না থাকলে, ব্যবস্থা করা হচ্ছে প্রশিক্ষণের; সম্পূর্ণ সরকারি খরচে। ৩ মাস প্রশিক্ষণের পর, চাকরির ব্যবস্থা করছে, প্রশিক্ষণ দাতাররাই।
বিপিও সামিটের দ্বিতীয় দিনে, সোমবারও বিরতীহিনভাবে হয় সভা-সেমিনার। তথ্য প্রযুক্তি খাতে বিভিন্ন সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি, তরুণদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন সফল উদ্যোক্তারা।