টানা প্রায় তিন মাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া খনিতে পরীক্ষামূলকভাবে আবারো কয়লা উত্তোলন শুরু হয়েছে।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা জানিয়েছেন, খনির ১৩১৪ নম্বর ফেসের টানেল নির্মাণের কাজ শেষ করার পর শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে কয়লা উত্তোলন শুরু হয়। সকাল ৬টা পর্যন্ত এই ফেস থেকে ৫২৯ মেট্রিক টন কয়লা উত্তোলন হয়েছে। দুয়েকদিনের মধ্যেই ২ হাজার থেকে ২২শ' টন কয়লা উত্তোলন করা হবে।
গত ১৫ জুন খনির উৎপাদনশীল ১২১০ নম্বর কোলফেসের উৎপাদনযোগ্য কয়লার মজুদ শেষ হয়ে যাওয়ায় ১৬ জুন থেকে খনির কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়।