জিডিপি নিয়ে বিশ্বব্যাংকের পূর্বাভাস গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
চূড়ান্ত হিসাবে জিডিপির প্রবৃদ্ধি ৭.৬৫ % বেশি হবে বলে দাবি করেছেন তিনি।
সোমবার রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বিশ্বব্যাংকের কোন কোন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নেতিবাচক প্রতিবেদন দিচ্ছে বলেও পরিকল্পনা মন্ত্রী অভিযোগ করেন।
সরকার বলছে, সাময়িক হিসাবে চলতি অর্থবছরে দেশে জিডিপির প্রবৃদ্ধি ৭.৬৫ শতাংশ।
আর বিশ্বব্যাংক বলছে, এটি সাড়ে ৬% হিসাবের এ তফাত প্রসঙ্গে, সরকারই সঠিক বলে পরিকল্পনামন্ত্রীর দাবি।
বিবিএস যেসব তথ্য উপাত্ত দিয়েছে, তার সঙ্গেই জিডিপির প্রবৃদ্ধি মিলছে না বলে বিশ্বব্যাংক তথ্য দিয়েছে পরিকল্পনামন্ত্রী তা মানতে নারাজ।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে প্রকৃত অবস্থার চেয়ে কোনো কোনো ব্যক্তির ইচ্ছার প্রতিফলনই বেশি থাকে বলে অভিযোগ পরিকল্পনামন্ত্রীর।