চট্টগ্রামের বিভিন্ন সড়কে চলন্ত সিড়ি স্থাপনের পরিকল্পনা থেকে সরে এসেছে সরকার— পরিকল্পনা থেকে চলন্ত সিড়ি বাদ দিয়ে সড়ক ও ব্রিজ আধুনিকায়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এটিসহ মোট ১৬টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে— যার ব্যয় প্রাক্কলন করা হয়েছে ১৬ হাজার কোটি টাকারও বেশি।
পরে সংবাদ সম্মেলনে এসব কথা জানান পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল।
নির্বাচনী বছরে,সরকারের প্রকল্পগুলোও নির্বাচন কেন্দ্রিক। চলতি অর্থবছরে একনেকের ১২তম সভায়ও নির্বাচন কেন্দ্রিক কয়েকটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের পল্লী অবকাঠামো উন্নয়নে তাই একনেকের সভায় বরাদ্দ দেয়া হয়েছে ৭ হাজার কোটি টাকারও বেশি।
বন্দর নগরী চট্টগ্রামের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়নের পাশাপাশি ৩৬টি ব্রিজ নির্মাণ এবং ৪টি চলন্ত সিড়ি স্থাপনের পরিকল্পনা নিয়েছিলো সরকার। রাস্তাঘাটে চলন্ত সিড়ির প্রয়োজনিয়তা নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার পরিপ্রেক্ষিতে অবশেষে এ পরিকল্পনা থেকে সরে আসলো সরকার।
এর পাশাপাশি দেশের কারিগরি শিক্ষা উন্নয়নে পলিটেকনিকেল ইনস্টিটিউশন স্থাপন, রেল যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে ১৫০টি মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহের জন্যও আলাদা আলাদা প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।