সরকারের ভুলনীতি বাস্তবায়ন-দুর্নীতি ও ব্যাক্তিমালিকানাধীন বিদ্যুত ব্যবসায়ীদের মুনাফার জন্য দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
শনিবার সকালে রাজধানীর মুক্তিভবনে বিদ্যুতর দাম বাড়ানোর প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, কোনো কারণ ছাড়াই শুধুমাত্র কিছু সুবিধাভোগী মানুষের সুবিধার জন্য অযৌক্তিতভাবে বিদ্যুতর দাম বাড়ানো হয়েছে। ব্যবসায়ী শ্রেণীর স্বার্থের জন্য মূল্যবৃদ্ধির বোঝা জনগণের ওপর চাপানো হয়েছে।
পরে বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আগামী বৃহস্পতিবার আধাবেলা হরতালের কর্মসূচি ঘোষণা করেছে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা।