আবারও সময় বাড়ানো হয়েছে সাভার ট্যানারি শিল্প নির্মাণকাজের।
মঙ্গলবার সকালে রাজধানীতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকে পরিবেশ বান্ধব চামড়া শিল্প নগরী নির্মাণে আরো ২ বছর বাড়তি সময় অনুমোদন করেছে।
একনেকের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
পরিবেশবান্ধব চামড়া শিল্প নগরী স্থাপনে বেসরকারি খাত এগিয়ে এলে প্রধানমন্ত্রী সাহায্য করার প্রতিশ্রতি দিয়েছেন বলেও জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী।