তৈরি পোশাক শিল্পের জন্য ১০% হ্রাসকৃত হারে করারোপের মেয়াদ ভূতাপেক্ষ অনুমোদন দিয়ে আগামী ৫ বছর পর্যন্ত বৃদ্ধির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
রোববার সকালে সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ-এর প্রতিনিধিরা অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এ দাবি জানান।
তাদের দাবি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ব্যবসায়ী নেতারা বলেন, ইউরোর মূল্য স্বাভাবিক অবস্থানে না আসা পর্যন্ত ইউরো জোনের রপ্তানিকারকদের জন্য ৩% হারে বিশেষ নগদ সহায়তা দেয়ারও দাবি তোলেন।
এছাড়াও তৈরি পোশাক রপ্তানি মূল্যের ওপর বিশেষ নগদ সহায়তার মেয়াদ আগামী তিন বছরের জন্য বৃদ্ধি করার কথা বলেন তারা।
এসময় রাজস্ব আদায় ও আমদানি রপ্তানিতে ব্যাংকগুলোর নানা হয়রানির অভিযোগ তুলে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান ব্যবসায়ীরা।