তৈরি পোশাক খাতে দুর্নীতি ও অনিয়মের চিত্র তুলে ধরে টিআইবির গবেষণা প্রতিবেদন ভিত্তিহীন ও দুরভিসন্ধিমূলক বলে অভিযোগ করেছে পোশাক মালিকদের সংগঠন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সমিতি (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমান।
শুক্রবার বিকেলে বিজিএমইএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সিদ্দিকুর রহমান বলেন, দেশের তৈরি পোশাক খাত যখন বিশ্বের বুকে সুনাম অর্জন করছে, তখন এ ধরনে প্রতিদেন এ খাতটিকে ধ্বংসের দিকে ঠেলে দেবে।
এত বড় একটি খাতে অনিয়ম বা ত্রুটি থাকলেও তার জন্য পুরো পোশাক খাতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এ ধরনের প্রতিবেদনের সমালোচনা করেন তিনি।
কোন সমস্যা থেকে থাকলে সেগুলো সমাধানে বিজিএমইএ উদ্যোগ নেবে বলে জানান সংগঠনের সভাপতি।
উল্লেখ্য, তৈরি পোশাক খাতে নানা দুর্নীতি ও অনিয়ম তুলে ধরে বৃহস্পতিবার একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এতে খাতটির সাপ্লাই চেইনে ১৬টি ধাপে দুর্নীতির তথ্য তুলে ধরে এরসঙ্গে পোশাক কারখানা মালিক, মার্চেন্ডাইজার ও বিদেশি ক্রেতারা জড়িত বলে উল্লেখ করা হয়।
এর প্রতিক্রিয়ায় শুক্রবার বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডাকে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনের সভাপতির অভিযোগ, টিআইবির এইগবেষণা প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত।