জাতীয় রাজস্ব বোর্ডের অধীন এক নম্বর অঞ্চলে ২০১৪-১৫ কর বর্ষের আয় ও ব্যয়ের হিসাব জমা দিয়েছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ।
মঙ্গলবার দুপুরে সেগুন বাগিচায় উপ-কর কমিশনের কার্যালয়ের দলটির পক্ষে দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ অ্যাডভোকেট রিয়াজুল কাউসারকে সঙ্গে নিয়ে আয় ব্যায়ের হিসেব জমা দেন।
দপ্তর সোবহান গোলাপ বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে এ হিসেব জমা দেয়া হয়। এসময় আয় ১২ কোটি ৬০ লাখ টাকা এবং ব্যয় ৬ কোটি ৭০ লাখ টাকা দেখায় দলটি।