উন্নয়নশীল আটটি দেশের সংস্থা ডি-এইট এর অন্যতম সদস্য বাংলাদেশ—বাকি ৭টি দেশে বাণিজ্য করতে গিয়ে মূল্য সংযোজন যেন ৪০% থেকে ৩০% নামিয়ে আনা হয় সে অনুরোধ করা হয়েছে সংস্থাটির মহাসচিব সৈয়দ আলী মোহাম্মদকে।
মঙ্গলবার রাজধানীতে ৪ দিনের সফরে ডি-এইট মহাসচিব দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি।
এ সময় সদস্য দেশগুলোর মধ্যকার আন্তঃসম্পর্ক জোরদারের লক্ষে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন ডি-এইট মহাসচিব।
এ সময় বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
এরপর শিল্পমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন মহাসচিব সৈয়দ আলী মোহাম্মদ। পরে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন তিনি। এরপর কথা বলেন সাংবাদিকদের সঙ্গে মহাসচিব।
ডি-এইটভুক্ত অন্যদেশগুলোতে বাংলাদেশের বাণিজ্য সুবিধার বিষয নিয়ে কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সবশেষ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করেন ডি-এইট মহাসচিব।