মানব উন্নয়ন ও অর্থনীতির বিভিন্ন সুচকে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে—যা টেকসই উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন বিষয়ক সামাজিক সংগঠন (এমিনেন্স) আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, দেশে প্রায় ৭ কোটি ৮০ লাখ শ্রমশক্তি রয়েছে তবে এর মধ্যে ২০% কম মানুষের আনুষ্ঠানিক কর্মসংস্থানের সুযোগ রয়েছে। বাকী শ্রমশক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বেকার। এ সমস্যা সমাধানে দেশের অর্থনীতিবিদদের একটি মডেল খুঁজে বের করতে হবে।
তিনি বলেন, ‘কিভাবে ওয়েজ কর্মসংস্থান বাড়ানো যায় সেই বিষয়ে আমাদের চিন্তা করার প্রয়োজন রয়েছে। আর আমরা সাধারণভাবে জানি যে, যেখানে বড় করে ইন্ড্রাস্টি হয় সেখানে ওয়েজ কর্মসংস্থান হয়। তবে আমাদের সেখানেও দেখছি ঠিক সেভাবে কর্মসংস্থান হচ্ছে না। অর্থনীতি নিয়ে যারা কাজ করেন তাদের কে আমি বলবো কর্মসংস্থানের জায়গা তৈরি করুন। যেনো বিশ্বের কাছে রোল মডেল তৈরি করতে পারি।’
তিনি আরো বলেন, মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অনেক অগ্রগতি হয়েছে তবে মাথাপিছু জাতীয় আয় বাড়লেও, মাথাপিছু ক্রয়ক্ষমতা সেভাবে বাড়েনি।