মাটির গুণাগুণ, শীতলক্ষ্যার পানির বৈশিষ্ট এবং বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতিই প্রমাণ করে জামদানি বাংলাদেশের। তবে জামদানির স্বত্ব ধরে রাখতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো এখনো উদাসীন বলে অভিযোগ করেছেন বিশিষ্টজনেরা।
মঙ্গলবার রাজধানীতে দুপুরে সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডি ও বাংলাদেশ কারুপণ্য সমিতি আয়োজিত এক আলোচনা সভায় তারা এ অভিযোগ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ইফতেখার ইকবাল বলেন, ঢাকা থেকে কারিগরদের নিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় জামদানি তৈরির চেষ্টা করা হয়েছে। কিন্তু পানি এবং আবহাওয়ার কারণে তা সফল হয়নি।
শীতলক্ষ্যার পানির অনন্য বৈশিষ্ট এবং সেখানকার আবহাওয়াই জামদানি তৈরির উপযোগী। এই অনন্য পণ্যটির স্বত্বকে নিজেদের করে নিতে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ দেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: