মহেশখালীর মাতারবারিতে এক হাজার দুই শত মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণসহ মোট পাঁচটি প্রকল্পে অর্থায়নের জন্য জাইকার সঙ্গে ১১৮ কোটি ডলারের ঋণচুক্তি সই করেছে বাংলাদেশ। সোমবার রাজধানীর একটি হোটেলে অর্থনৈতিক বিভাগের সচিব মেজবাহউদ্দিন এবং জাইকার প্রধান প্রতিনিধি মিকিও হাতায়েদা নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় যে বিনিময় নোট স্বাক্ষরিত হয়েছিল, তারই ধারাবাহিকতায় এ চুক্তিটি সম্পাদন হল।
কক্সবাজার জেলার মহেশখালীর মাতারবারিতে নির্মাণ করা হবে এক হাজার দুই শত মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এর পাশাপাশি কয়লা আমদানির জন্য গভীর সমুদ্রে জেটি নির্মাণ, বিদ্যুৎ সঞ্চালন লাইন, সেতুসহ বেশকিছু অবকাঠামো নির্মাণ করা হবে। এতে যে পরিমাণ ব্যয় হবে তার ৮৫% সহজ শর্তে ঋণ হিসেবে দেবে জাইকা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাইকার প্রেসিডেন্ট আকিহিকো তানাকা বলেন, সুশাসনের অভাব, বিদ্যুৎ ও জ্বালানির সঙ্কট এবং বেকারত্ব এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সমস্যা। এগুলো নিরসনে তারা বাংলাদেশের পাশে থাকতে চায় বলে তিনি উল্লেখ করেন। এজন্য প্রাকৃতিক গ্যাসের সর্বোত্তম ব্যবহার, সিটি করপোরেশনগুলোর দক্ষতা ও সচ্চতা বৃদ্ধি, হাওর অঞ্চলে বন্যা ব্যবস্থাপনা, ও প্রান্তিক কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে তারা সহজ শর্তে বাংলাদেশকে ঋণ সহায়তা দিচ্ছে।
জবাবে অর্থমন্ত্রীও জাইকার প্রেসিডেন্টের সঙ্গে একমত পোষণ করেন বলেন, সুশাসনের অভাব রয়েছে, তবে এর মধ্য দিয়েই দেশের উন্নতি হচ্ছে। .০১% সুদসহ জাইকার ১১৮ কোটি ডলারের ঋণ পরিশোধ করতে হবে ৪০ বছরের মধ্যে।