খাদ্যে ফরমালিন রোধে সরকার কঠোর আইন করতে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে আসন্ন রমজান মাস উপলক্ষে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে ফরমালিনের প্রভাব বন্ধ করতে অভিযান শুরু হয়েছে, আর চলতি বাজেট অধিবেশনে এ সংক্রান্ত একটি আইন করা হচ্ছে।
ফরমালিন ব্যবহারকারীদের কঠিন শাস্তির বিধান রাখা হচ্ছে—এ কথা উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন,আসন্ন রমজানে নিত্যপণ্যের মজুদ রয়েছে। সারাবছর যে দামে পণ্য কেনাবেচা হয় রোজাতেও সেই দামই থাকবে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: