আসন্ন রমজান মাসে চিনি, তেলসহ নিত্যপণ্যের কোনো সঙ্কট হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বুধবার রাজধানীর কারওয়ান বাজারে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) মিলনায়তনে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দেয়া তথ্যের ভিত্তিতে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।
এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা তাকে যে তথ্য দিয়েছেন তাতে পর্যাপ্ত পণ্য মজুদ আছে এবং পাইপলাইনেও আরো অনেক পণ্য রয়েছে। যার ফলে রমজান মাসে নিত্যপণ্যের সঙ্কট হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে তিনি জানান।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: