কারিগরি ত্রুটির কারণে প্রায় পৌনে ৩ ঘণ্টা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। রোববার দুপুর সোয়া ১টায় পুনরায় এ লেনদেন শুরু হয়। তবে লেনদেন বেলা আড়াইটার পরিবর্তে সোয়া ৩টায় শেষ হয় বলে জানায় ডিএসই কর্তৃপক্ষ।
সপ্তাহের প্রথম কার্যদিবসে সকাল সাড়ে ৯টায় ডিএসইতে নিয়মিত লেনদেন শুরু পর সকাল ১০টা ৩৫ মিনিটে লেনদেন স্থগিত হয়ে যায়।
পরে ডিএসইর ওয়েবসাইটে দেয়া এক বার্তায় জানানো হয়, কারিগরি ত্রুটির কারণে ১৩ এপ্রিলের লেনদেন স্থগিত রয়েছে।
এরপর দুপুর সোয়া ১টায় পুনরায় লেনদেন শুরু হওয়ার পর ডিএসইর ওয়েবসাইটে দেয়া অপর এক বার্তায় জানানো হয়, ডিএসইতে লেনদেন চলছে। পরবর্তীতে আবার জানানো হয়, লেনদেন বেলা আড়াইটার পরিবর্তে সোয়া ৩টায় শেষ হবে।
লেনদেন স্থগিত হওয়ার আগ পর্যন্ত মোট ১২টি কোম্পানির ৪৬ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: