বছরের অন্য সময়ের তুলনায় পহেলা বৈশাখে ইলিশের চাহিদা বেড়ে যায়। তবে পহেলা বৈশাখ ও ইলিশ ধরার নিষেধাজ্ঞা একই সময় হওয়ায় বিপাকে পড়েছেন চাঁদপুর ও ভোলার মৎস ব্যবসায়ী ও ভোক্তারা। নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু ব্যবসায়ী ইলিশ ধরে পাঁচার করে দিচ্ছে অন্য জেলায়। এতে ইলিশের স্বল্পতার কারণে দামও আকাশছোঁয়া।
পহেলা বৈশাখে বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা ও ইলিশ তবে এবার ইলিশ দুষ্প্রাপ্য চাঁদপুরে। জেলাটি ইলিশের অভয়াশ্রম হওয়ায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল এ দুই মাস পদ্মা-মেঘনা নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ। ফলে এখানে ইলিশ মাছ পাওয়া যাচ্ছেনা।
কিছু ব্যবসায়ী বিভিন্ন জেলা থেকে ইলিশ এনে চড়া দামে বাজারে বিক্রি করছেন। যা সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে। আর চড়া দামে ইলিশ বিক্রির কথা স্বীকার করেছেন চাঁদপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতিও।
এদিকে, ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরছে কিছু অসাধু ব্যবসায়ী। আর এ মাছ বিক্রি করছে বিভিন্ন জেলায়। এতে করে ইলিশ শূন্য হয়ে পড়েছে ভোলার বাজার।
এছাড়া, অবৈধভাবে মাছ শিকার বন্ধে অভিযান অব্যাহত আছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা।