আগামী অর্থবছরের বাজেটে সরকার মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৭% নির্ধারণ করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার সচিবালয়ে বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি নির্ধারণ করা হয় সাড়ে ৭%। বর্তমানে মূল্যস্ফীতি হার নিম্নমুখী। এ অবস্থায় আগামী অর্থবছরে তা ৭% নির্ধারণ করা হবে। জিডিপিতে প্রবৃদ্ধির হার এখনো চূড়ান্ত হয়নি। সেই সঙ্গে চূড়ান্ত হয়নি বাজেটের প্রকৃত আকারও।
২ লাখ ৫০ হাজার কোটি টাকার বাজেট হবে— উল্লেখ করে মন্ত্রী বলেন, চলতি বছরের সংশোধিত বাজেট হবে ২ লাখ ১১ হাজার কোটি টাকা।
এবারের বাজেটে অবকাঠামো খাতকে সরকার সর্বাধিক গুরুত্ব দেবে বলেও জানান আবদুল মুহিত।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: